২৫ নভেম্বর থেকে Rapid Pass অনলাইন রিচার্জ চালুর প্রস্তুতি চলছে ![]()
![]()
অনলাইন রিচার্জ সুবিধা চালুর পূর্বে স্টেশনসমূহে দ্রুত কাজ চলছে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উদ্যোগে মেট্রোরেল স্টেশনগুলোতে Add Value Machine (AVM) স্থাপনের কাজ অব্যাহত রয়েছে।এভিএম স্থাপনের মাধ্যমে যাত্রীরা স্টেশনে আরও সহজে ও দ্রুত তাদের Rapid Pass/MRT Pass কার্ড রিচার্জ করতে পারবেন।
ছবিতে দেখা যাচ্ছে- বিজয় সরণী স্টেশন প্রাঙ্গণে কর্মীরা নতুন AVM স্থাপনের কাজে নিয়োজিত।
সেবার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ।বাস্তবায়নে - ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)সহযোগিতায় - ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)কারিগরি সহযোগিতায়: ডাটাসফট সিস্টেমস লিমিটেড
হাতিরঝিল চক্রাকার বাসে Rapid Pass-এর যাত্রা শুরু!
2025-07-19 | 00:16
র্যাপিড পাসের মাধ্যমে স্মার্ট যাতায়াতের অভিজ্ঞতা নিন: নিরবচ্ছিন্ন গণপরিবহনে আপনার প্রবেশদ্বার
2025-05-24 | 13:04
র্যাপিড পাসে এর অনলাইন রেজিষ্ট্রেশন বর্তমানে চালু আছে।
2025-05-24 | 12:57
এটি একটি অফলাইন কার্ড হওয়ায় লাইভ ব্যালেন্স দেখা সম্ভব নয়।
2025-05-24 | 12:39