নোটিশ বোর্ড

১৯-১১-২০২৫ | ০৬:৩৩ PM

আগামী ২৫ শে নভেম্বর হতে Rapid Pass ও MRT Pass রিচার্জ করা যাবে অনলাইনে। ক্যাশ ছাড়াই চলবে কাজ, হবে এবার অনলাইন রিচার্জ।

আগামী ২৫ শে নভেম্বর হতে Rapid Pass ও MRT Pass রিচার্জ করা যাবে অনলাইনে। ক্যাশ ছাড়াই চলবে কাজ, হবে এবার অনলাইন রিচার্জ।

📢 ২৫ নভেম্বর থেকে Rapid Pass অনলাইন রিচার্জ চালুর প্রস্তুতি চলছে 🚆💳
অনলাইন রিচার্জ সুবিধা চালুর পূর্বে স্টেশনসমূহে দ্রুত কাজ চলছে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উদ্যোগে মেট্রোরেল স্টেশনগুলোতে Add Value Machine (AVM) স্থাপনের কাজ অব্যাহত রয়েছে।এভিএম স্থাপনের মাধ্যমে যাত্রীরা স্টেশনে আরও সহজে ও দ্রুত তাদের Rapid Pass/MRT Pass কার্ড রিচার্জ করতে পারবেন।


📍 ছবিতে দেখা যাচ্ছে- বিজয় সরণী স্টেশন প্রাঙ্গণে কর্মীরা নতুন AVM স্থাপনের কাজে নিয়োজিত।
সেবার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ।বাস্তবায়নে - ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)সহযোগিতায় - ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)কারিগরি সহযোগিতায়: ডাটাসফট সিস্টেমস লিমিটেড