সমন্বিত ই-টিকেটিং ব্যবস্থা চালু করা এবং ভাড়া আদায় সহজতর করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) স্মার্ট কার্ড র্যাপিড পাস চালু করেছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর কারিগরি সহায়তায় স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থা চালু এবং ভাড়া সংগ্রহ পদ্ধতি একীভূত করার জন্য ডিটিসিএ-তে ক্লিয়ারিং হাউজ স্থাপন করা হয়েছে।
ডিটিসিএ বিভিন্ন গণপরিবহন, যেমন মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিসি’র নৌযান, সরকারি ও বেসরকারি বাস পরিষেবা–এসবের মাধ্যমে যাত্রীদের জন্য নিরবিচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে র্যাপিড পাস ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য ডিটিসিএ ঢাকা মহানগরী ও আশেপাশের জেলাগুলোর পরিবহন টিকেটিং ব্যবস্থা একীভূতকরণের জন্য ক্লিয়ারিং হাউজ স্থাপন (ফেইজ-২) প্রকল্প গ্রহণ করেছে।
হাতিরঝিল চক্রাকার বাসে Rapid Pass-এর যাত্রা শুরু!
2025-07-19 | 00:16
র্যাপিড পাসের মাধ্যমে স্মার্ট যাতায়াতের অভিজ্ঞতা নিন: নিরবচ্ছিন্ন গণপরিবহনে আপনার প্রবেশদ্বার
2025-05-24 | 13:04
র্যাপিড পাসে এর অনলাইন রেজিষ্ট্রেশন বর্তমানে চালু আছে।
2025-05-24 | 12:57