Image
সর্বশেষ সংবাদ:

Rapid Pass এর অনলাইন রেজিষ্ট্রেশন বর্তমানে চালু আছে। আপনার কার্ডটি এখনি রেজিষ্ট্রেশন করে নিন ***Rapid Pass একটি অফলাইন কার্ড হওয়ায় লাইভ ব্যালেন্স দেখা সম্ভব নয়। সার্ভারের সর্বশেষ আপডেট অনুযায়ী ওয়েবসাইটে ব্যালেন্স প্রদর্শিত হয়। অনুগ্রহ করে এই বিষয়ে বিভ্রান্ত হবেন না। *** Rapid Pass- One Card for All Transport. | আপনার কার্ডটি TVM মেশিন থেকে রিচার্জ করার সময় তাড়াহুড়ো করবেন না। | প্রতিবার AFC গেইটে কার্ড পাঞ্চ করার সময় আপনার কার্ডের ব্যালেন্স দেখে নিবেন, ব্যালেন্স না দেখতে পারলে বুঝতে হবে আপনার কার্ডটি সঠিকভাবে পাঞ্চ হয়নি। 

                                 

 রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে নিম্নোক্ত ধাপসমূহ সম্পূর্ণ করুনঃ  

 

          ১। রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার র‍্যাপিড পাস কার্ড নম্বর ও ইমেইল প্রদান করে সাবমিট করুন।

 

 

          ২। ইমেইলে প্রাপ্ত টোকেন নম্বরটি ব্যবহার করে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

 

 

         ৩। র‍্যাপিড পাস নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করুন এবং সাবমিট করুন।

 

         ৪। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল এ পাঠানো ফর্মটি সংরক্ষণ করুন।

 

          ৫। অনলাইন রেজিষ্ট্রেশনের ২৪ ঘন্টা পর আপনার তথ্য যাচাই করতে পারবেন।

 

             

র‍্যাপিড পাসের মাধ্যমে ভ্রমণ করলেই 10% ছাড়
আপনার নিবন্ধন যাচাই করুন