জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর কারিগরি সহযোগীতার Automatic Fare Collection System প্রচলন ও Fare Collection System Integration করার লক্ষ্যে ডিটিসিএ-তে Clearing House স্থাপন করা হয়েছে। এই ক্লিয়ারিং হাউস প্রকল্পের অধীনে ঢাকা সিটি এলাকার পরিবহন টিকিট সিস্টেমের জন্য 2017 সালে সীমিত আকারে র্যাপিড পাস চালু করা হয়েছিল। এটা দিয়ে সে সময় বিআরটিসি ও কিছু প্রাইভেট বাসের ভাড়া মেটানো যেত। বর্তমানে এই কার্ড দিয়ে ঢাকা মেট্রো রেল এর ভাড়া পরিশোধ করা যায় । ডিটিসিএ-র নির্বাহী পরিচালক শাবিহা পারভিন বলেন, "সব পরিবহনের জন্য একটি কার্ড" স্লোগান নিয়ে আসা কার্ডটি ব্যবহার করে অদূর ভবিষ্যৎ এ মেট্রো রেল ছাড়াও বিআরটিসি ও কিছু প্রাইভেট বাস , বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), বাংলাদেশ রেলওয়ে এবং বিআইডব্লিউটিএ ওয়াটার ট্রান্সপোর্টের ভাড়া পরিশোধ করা যাবে।