Image

সর্বশেষ সংবাদ:

Rapid Pass ওয়েবসাইট আপগ্রেশনের কাজ চলমান রয়েছে। শুধুমাত্র রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত ব্যালেন্স যাচাই ও রেজিষ্ট্রেশন করা যাবে। **সাময়িক সময়ের জন্য রিফান্ড সার্ভিসটি বন্ধ রয়েছে।** ***Rapid Pass একটি অফলাইন কার্ড হওয়ায় লাইভ ব্যালেন্স দেখা সম্ভব নয়। সার্ভারের সর্বশেষ আপডেট অনুযায়ী ওয়েবসাইটে ব্যালেন্স প্রদর্শিত হয়। অনুগ্রহ করে এই বিষয়ে বিভ্রান্ত হবেন না। *** Rapid Pass- One Card for All Transport. | আপনার কার্ডটি TVM মেশিন থেকে রিচার্জ করার সময় তাড়াহুড়ো করবেন না। | প্রতিবার AFC গেইটে কার্ড পাঞ্চ করার সময় আপনার কার্ডের ব্যালেন্স দেখে নিবেন, ব্যালেন্স না দেখতে পারলে বুঝতে হবে আপনার কার্ডটি সঠিকভাবে পাঞ্চ হয়নি। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর কারিগরি সহযোগীতার Automatic Fare Collection System প্রচলন ও Fare Collection System Integration করার লক্ষ্যে ডিটিসিএ-তে Clearing House স্থাপন করা হয়েছে। এই ক্লিয়ারিং হাউস প্রকল্পের অধীনে ঢাকা সিটি এলাকার পরিবহন টিকিট সিস্টেমের জন্য 2017 সালে সীমিত আকারে র‌্যাপিড পাস চালু করা হয়েছিল। এটা দিয়ে সে সময় বিআরটিসি ও কিছু প্রাইভেট বাসের ভাড়া মেটানো যেত। বর্তমানে এই কার্ড দিয়ে ঢাকা মেট্রো রেল এর ভাড়া পরিশোধ করা যায় । ডিটিসিএ-র নির্বাহী পরিচালক শাবিহা পারভিন বলেন, "সব পরিবহনের জন্য একটি কার্ড" স্লোগান নিয়ে আসা কার্ডটি ব্যবহার করে অদূর ভবিষ্যৎ এ মেট্রো রেল ছাড়াও বিআরটিসি ও কিছু প্রাইভেট বাস , বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি), বাংলাদেশ রেলওয়ে এবং বিআইডব্লিউটিএ ওয়াটার ট্রান্সপোর্টের ভাড়া পরিশোধ করা যাবে।



Read More....

আপনার নিবন্ধন যাচাই করুন

সংবাদ ও ঘটনা

যাত্রীরা ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর র‌্যাপিড পাসের মাধ্যমে ঢাকা মেট্রো রেলের ভাড়া পরিশোধ করতে পারবেন।


সময় ও তারিখ

সময়:14:58:06

তারিখ:2025-03-23