Image
সর্বশেষ সংবাদ:

Rapid Pass এর অনলাইন রেজিষ্ট্রেশন বর্তমানে চালু আছে। আপনার কার্ডটি এখনি রেজিষ্ট্রেশন করে নিন ***Rapid Pass একটি অফলাইন কার্ড হওয়ায় লাইভ ব্যালেন্স দেখা সম্ভব নয়। সার্ভারের সর্বশেষ আপডেট অনুযায়ী ওয়েবসাইটে ব্যালেন্স প্রদর্শিত হয়। অনুগ্রহ করে এই বিষয়ে বিভ্রান্ত হবেন না। *** Rapid Pass- One Card for All Transport. | আপনার কার্ডটি TVM মেশিন থেকে রিচার্জ করার সময় তাড়াহুড়ো করবেন না। | প্রতিবার AFC গেইটে কার্ড পাঞ্চ করার সময় আপনার কার্ডের ব্যালেন্স দেখে নিবেন, ব্যালেন্স না দেখতে পারলে বুঝতে হবে আপনার কার্ডটি সঠিকভাবে পাঞ্চ হয়নি। 

RAPID PASS সংক্রান্ত তথ্যাদি :

গণপরিবহনের সমন্বিত ই-টিকেটিং (One Card for all Transport) ব্যবস্থা প্রবর্তণ ও ভাড়া আদায়ের লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক স্মার্ট কার্ড Rapid Pass প্রচলন করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর কারিগরি সহযোগীতার Automatic Fare Collection System প্রচলন ও Fare Collection System Integration করার লক্ষ্যে ডিটিসিএ-তে Clearing House স্থাপন করা হয়েছে। বিভিন্ন গণপরিবহন যেমন-মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট, বাংলাদেশ রেলওয়ে, বিআইডবিøউটিসি’র নৌ-যান, সরকারি ও বেসরকারি বাস সার্ভিসে স্বচ্ছন্দ্যে ও নিরবিচ্ছিন্নভাবে যাতায়াতে RAPID PASS সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ডিটিসিএ কার্যক্রম গ্রহণ করছে। সে লক্ষ্যে ডিটিসিএ Establishment of Clearing House for Integrating Transport Ticketing System in Dhaka City Adjacent Districts (Phase-II) প্রকল্প গ্রহণ করা হয়েছে।

RAPID PASS এর নিরাপত্তা ব্যবস্থা :

RAPID PASS জাপানের Sony কোম্পানীর তৈরী একটি Near-Field Communication (NFC) স্মার্ট কার্ড। এ কার্ডটিতে Integrated Circuit সংযুক্ত রয়েছে এবং এটি ISO 18092 Standard অনুযায়ী তৈরী। উপযুক্ত Reader/Writer এর সাথে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার দুরুত্ব থেকে ০.১ সেকেন্ডের মধ্যে এই কার্ড থেকে ডাটা আদান-প্রদান সম্ভব। এ কার্ডে রয়েছে তথ্য প্রযুক্তি ব্যবস্থার সর্বোচ্চ নির্ভরযোগ্য EAL6+ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা যা ISO/IEC 15408 কর্তৃক প্রত্যয়নকৃত।

Rapid Pass এর প্রাথমিক মূল্য ৪০০/- টাকা যার মধ্যে ২০০/- টাকা প্রাথমিক রিচার্জ এবং বাকী ২০০/- টাকা কার্ডের জমা মূল্য।

মেট্রোরেল এর টিকেট বিক্রয় মেশিন থেকে সর্বনিম্ন ২০ টাকা এবং ডাচ্ বাংলা ব্যাংক এর নির্ধারিত শাখা থেকে সর্বনিম্ম ১০০ টাকা রির্চাজ করা যাবে। একজন কার্ড ব্যবহারকারী একবারে সর্বোচ্চ ১,০০০/- টাকা রিচার্জ করতে পারবেন, তবে কার্ডের ব্যালান্স ১০,০০০/- টাকা এর বেশি হতে পারবে না। মেট্রারেলের ষ্টেশনের সকল TVM এবং TOM থেকে রিচার্জ করতে পারবেন Rapid Pass.

কার্ডে অপার্যপ্ত ব্যালান্স থাকলেও কার্ড ব্যবহারকারী প্রতিবার রিচার্জে একবার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে পরবর্তী রিচার্জে ঐ পরিমাণ টাকা স¦য়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে।

মেট্রোরেল এর ভাড়া পরিশোধে RAPID PASS:

মেট্রোরেল লাইন-৬ এ RAPID PASS সিস্টেম প্রবর্তণ, ভাড়া আদায় ও সেটেলমেন্ট এর লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে ডিএমটিসিএল’র সাথে Public Transport Operator (PTO) Agreement স্বাক্ষরিত হয়। মেট্রোরেল লাইন-৬ চালুর প্রথম দিন থেকে RAPID PASS কার্ড এবং RAPID PASS কার্ডের স্পেসিফিকেশন অনুসারে তৈরী MRT পাস কার্ড এর মাধ্যমে মেট্রোরেল এর ভাড়া আদায় করা হবে।

বিআরটি এর ভাড়া পরিশোধে RAPID PASS:

Dhaka Bus Rapid Transit (DBRT)-তে RAPID PASS সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ২২ মার্চ, ২০২২ তারিখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ডিবিআরটি এর সাথে Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সরকারি/বেসরকারি বাস সার্ভিস এর ভাড়া পরিশোধে RAPID PASS:

১৭ এপ্রিল ২০১৮ তারিখে বিআরটিস’র সাথে একটি PTO Agreement স্বাক্ষরিত হয়েছে। ১৬/০৫/২০১৭ তারিখে ওমামা ইন্টারন্যাশনাল (প্রা:) লি: এর সাথে একটি MoU স্বাক্ষরিত হয়েছে। ১৮/১২/২০১৭ তারিখে ঢাকা চাকা এর সাথে একটি MoU ও Agent Agreement স্বাক্ষরিত হয়েছে। ক্লয়ারিং হাউজ ফেইজ-২ প্রকল্পের আওতায় সরকারি এবং বেসরকারি বাস সমূহের ভাড়া RAPID PASS কার্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্যে ১০০০টি কার্ড বাস ভেলিডেটর ক্রয় করা হবে।

RAPID PASS কার্ডকে যাত্রী সাধারণের দোড়গোড়ায় পৌছে দিতে RAPID PASS মোবাইল অ্যাপ তৈরী করা হচ্ছে। একটি টেকসই (Sustainable) ই-টিকেটিং সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতে Transport Clearing House পরিচালনা, সম্প্রসারন এবং RAPID PASS কার্ড এর বহুবিধ ব্যবহার (ইউটিলিটি বিল পরিশোধ, টোল পরিশোধ, সুপার মার্কেটের ব্যবহার ছাত্র-ছাত্রীদের বেতন পরিশোধ ইত্যাদি) বৃদ্ধির লক্ষ্যে ক্লিয়ারিং হাউজ প্রকল্প ফেইজ-২ এর আওতায় Special Purpose Company (SPC) গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন MRT লাইনসহ, রেলওয়ে, BIWTC, সরকারি/বেসরকারি বাস ইত্যাদি গণপরিবহন সমূহকে একটি সুষ্ঠু সমন্বিত ই-টিকেটিং প্লাটফর্মে নিয়ে আসা সম্ভব হবে। এতে যাত্রী সাধারণের বিভিন্ন পরিবহন মাধ্যমে ভ্রমণের সময় বারবার টিকেট সংগ্রহের প্রয়োজন হবে না। গণপরিবহনে ইউজারগণ RAPID PASS ব্যবহার করে ঝামেলা বিহীন, ক্যাশলেস ট্রানজেকশন এর মাধ্যমে পরিবহনের ভাড়া পরিশোধ করতে পারবে। ফলে পরিবহন ক্ষেত্রে সেবা প্রদানের মান উন্নয়ন হবে। তাছাড়া RAPID PASS কার্ড এর মাধ্যমে ভাড়া আদায় এর ফলে যে Origination Destination (OD), Big Data তৈরি হবে তা ব্যবহার করে বাস্তবসম্মত, কৌশলগত Urban Transport পরিবহন পরিকল্পনা করা সম্ভব হবে। এ কার্ড স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনিমি, স্মার্ট সোসাইটি বাসÍবায়নে ইতিবাচক পরিবর্তন সূচনা করবে। টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ‘RAPID PASS’ ভূমিকা রাখবে।

 

 

র‍্যাপিড পাসের মাধ্যমে ভ্রমণ করলেই 10% ছাড়
আপনার নিবন্ধন যাচাই করুন