র্যাপিড পাস ব্যবহার করে মেট্রোরেলে ভ্রমণ করলেই ১০% ছাড়| র্যাপিড পাস কার্ড ও রিচার্জের মেয়াদ আজীবন। সকল গণপরিবহনে ব্যবহারের জন্য সরকারের নির্ধারিত একমাত্র কার্ড র্যাপিড পাস। খুব শীঘ্রই ঢাকা বিআরটিতে র্যাপিড পাস কার্ড চালু করা হচ্ছে।
যাত্রীরা ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর র্যাপিড পাসের মাধ্যমে ঢাকা মেট্রো রেলের ভাড়া পরিশোধ করতে পারবেন।
আপনার যদি র্যাপিড পাস কার্ড থাকে এবং রেজিষ্ট্রেশন করে না থাকেন তাহলে আপনার কার্ড নম্বর এবং ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন।
বিস্তারিত জানতে এখানে দেখুন।